সরকারি জমি দখল
মোংলায় বিএনপি নেতাকে ২লাখ টাকা অর্থদণ্ড
বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৪, ২:৫৩ অপরাহ্ন /
০
মোংলা প্রতিনিধি
বাগেরহাটের মোংলা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিককে ২লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সরকারী ও অন্যের জমি জবরদখল করে রাখার অভিযোগে তাকে এ দন্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলাম জানান, পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার বাসিন্দা মোঃ তারেকের জায়গা দীর্ঘ ৮বছর ধরে জোরপূর্বক দখল করে রাখেন মাহবুবুর রহমান মানিক। এছাড়া সরকারি জমিও দখল করে রাখেন তিনি। তাই সরকারি কাজে বাঁধা, সরকারি কর্মচারীকে হুমকি ও অন্যের জমি অবৈধভাবে নিজ দখলে রাখার দায়ে তাকে ২লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১৫দিনের কারাদণ্ড প্রদাণ করা হয়। বুধবার রাতে ভূমি অপরাধ, প্রতিকার ও প্রতিরোধ আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দন্ড দেয়া হয় বিএনপি নেতা মাহবুবুর রহমান মানিককে। তিনি আরো বলেন, প্রথমে তারেকের জায়গায় ভাড়া থাকতেন মানিক। পরে জালজালিয়াতি ও প্রতারণা করে সেই জাগয়া নিজ দখলে নেন মানিক। সেই সাথে মানিক সরকারী জমিও জবরদখল করে রেখেছিলেন।
আপনার মতামত লিখুন :