বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই: তারেক রহমান


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৪, ১:০৫ অপরাহ্ন /
বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই: তারেক রহমান

ডেক্স রিপোর্ট:

জাতীয়তাবাদী দল (বিএনপি)‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া একটি কথা বলেছিলেন যে এই দেশের বাইরে দেশনেত্রী খালেদা জিয়ার কোনো ঠিকানা নেই। বাংলাদেশের বাইরে দেশনেত্রী খালেদা জিয়ার কোনো ঠিকানা নেই। দেশনেত্রী খালেদা জিয়ার সন্তান হিসেবে আজ আপনাদের সামনে একইভাবে আমিও বলতে চাই, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। এই দেশই আমার ঠিকানা। এই দেশই আমার প্রথম ঠিকানা। এই দেশই আমার শেষ ঠিকানা। কাজেই এই দেশের জন্য, এই দেশের মানুষের ভালোবাসার জন্য আমাদের সকল রকমের প্রচেষ্টা থাকবে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত মহাসমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে মহাসমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান প্রমুখ।